মানব সভ্যতা আজ বস্তুগত উন্নতির শীর্ষে অবস্থান করছে। বস্তুকে জীবনের স্বার্থে ব্যবহারের যে বিপ্লব শুরু হয়েছিল তারই ধারাবাহিকতায় আমরা এখন চতুর্থ শিল্প বিপ্লবের যুগে বসবাস করছি। যা আমাদের জীবনযাত্রা , কাজের ধরন এবং পারস্পরিক সম্পর্ককে প্রবলভাবে বদলে দিচ্ছে। সামগ্রিকভাবে মানবসভ্যতা এত দ্রুততার সাথে পরিবর্তিত হচ্ছে যা সভ্যতা তার স্বাভাবিক বিবর্তন প্রক্রিয়ায় আত্মস্ত করতে পারছে না।ফলে জীবনে , সমাজে , পারস্পারিক বোঝাপড়ায় এবং জীবনাদর্শ তথা ইসলামের ব্যাখ্যা , অনুধাবন ও চর্চায় নানা জটিলতা তৈরি হয়েছে।
প্রযুক্তির অকল্পনীয় উৎকর্ষ জীবনে , সমাজে এবং জীবনাদর্শের অনুধাবন ও চর্চার দ্রুততর এই বিবর্তনের মাহেন্দ্রক্ষণে ইসলাম এন্ড লাইফ সমন্বয়কের দায়িত্ব পালন করতে চায়। পরিবর্তিত এই জীবন-সমাজে মানুষের মানবিক আবেগ , অনুভূতি , আনন্দ-বেদনা ও পারস্পরিক সম্পর্কের জায়গাগুলোতে ইসলাম এন্ড লাইফ তত্ত্বীয় ও প্রয়োগিকভাবে কাজ করে যাচ্ছে। যান্ত্রিক এই নাগরিক জীবনে সামাজিকতার ( Socialization) একটি সার্বজনীন কেন্দ্র হয়ে উঠছে ইসলাম এন্ড লাইফ। একই সাথে নিত্য পরিবর্তনীয় অনন্য এই সমাজে ইসলামকে পূর্বতন যোগসূত্রের সাথে মিলিয়ে সমকালের উপযোগী করে প্রযুক্তির সর্বশেষ মাধ্যম ব্যবহার করে মানুষের সামনে উপস্থাপন করার কাজ করছে ইসলাম এন্ড লাইফ।
আমাদের এই ভুবনে আপনাকে স্বাগত।
আমাদের কার্যক্রম
ইসলাম এন্ড লাইফ একাডেমি দীর্ঘ গবেষণা ও অভিজ্ঞতালব্ধ একটি পাঠক্রম ও পাঠ পদ্ধতি নিয়ে কাজ করে।

ইসলাম এন্ড লাইফ একাডেমি

ইসলাম এন্ড লাইফ ইউটিউব

Event heading
Speakers from all over the world will join our experts to give inspiring talks on various topics. Stay on top of the latest

ইসলাম এন্ড লাইফ নলেজ পোর্টাল

ইসলাম এন্ড লাইফ ক্যারিয়ার কাউন্সিলিং
